ওয়েস্ট জোন পাওয়ার ও ম্যাকপাওয়ার ইঞ্জিনিয়ারিং চুক্তি

গ্রাহকসেবা বাড়াতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও ম্যাকপাওয়ার ইঞ্জিনিয়ারিং সম্প্রতি চুক্তি করেছে।
চুক্তির আওতায় ওজোপাডিকোর আওতাধীন ৬০টি ৩৩ কেভি ফিডারে ২০৯ সেট ত্রুটি গমন নির্দেশক (ফল্ট প্যাসেজ ইন্ডিকেটর) সরবরাহ ও স্থাপন করা হবে। ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. আবু হাসান এবং ম্যাকপাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মামুনুর রশীদ চুক্তিতে সই করেন। এতে ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. আবু হাসান ও ম্যাকপাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মামুনুর রশীদ চুক্তিতে সই করেন।
প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ এফসিএমএ, নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. আবু হাসান, প্রধান প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, কোম্পানি সচিব আবদুল মোতালেব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিস্টেম কন্ট্রোল অ্যান্ড প্রটেকশনের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ পাল।