গাজীপুরে সামিটের পৃষ্ঠপোষকতায় স্কুল ভবন নির্মাণ

সামিটের অর্থায়নে গাজীপুরের কড্ডায় ৩৮ নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে।
সামিট গাজীপুর বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন এলাকায় নির্মিত বিদ্যালয় ভবনটি শনিবার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সামিট গাজীপুর-২ পাওয়ার এবং এইস অ্যালায়েন্স পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।