ইউরো লিফটে দ্বিগুণ ছাড়

বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপার্টমেন্টে বিশেষ ছাড় দিচ্ছে ইউরো লিফট। বসুন্ধরার গ্রাহক হলে দিগুণ ছাড়ও দেওয়া হচ্ছে।
স্পেন ও চীনের প্রযুক্তিতে তৈরি লিফটে প্রদর্শনী উপলক্ষে এ ছাড়া দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউরো লিফটের অ্যাসিস্টেন্ট ম্যানেজার ইসরাত জাহান।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কন-এক্সপো প্রদর্শনীতে ইউরো লিফটের স্টলে এ কথা জানান তিনি।
এছাড়া নিজস্ব ব্র্যান্ডের স্পেনের আলবার্তো সাসিস এয়ার কুলার ব্যবহার করে সর্বনিম্ন দাম মাত্র ১১ লাখ টাকায় (৬জন, ৭ তলা) লিফট দিচ্ছে ইউরো।
ইশরাত বলেন, মেলা উপলক্ষে প্রতিটি লিফটে সর্বোচ্চ ছাড় দেওয়া হচ্ছে। বসুন্ধরা আবাসিক এলাকায় প্রকল্প হলে লিফট প্রতি ৫০ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া বসুন্ধরার গ্রাহক হলে বাড়তি আরও ৫০ হাজার টাকা ছাড়।