ঈদ ক্যাম্পেইন চালু করেছে ডিটিএইচ সেবাদাতা ব্র্যান্ড আকাশ

গ্রাহকদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিশেষ ঈদ ক্যাম্পেইন চালু করেছে দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবাদাতা ব্র্যান্ড আকাশ। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা যে কোনো আকাশ টাচপয়েন্ট থেকে ৫০০ টাকা ছাড়ে নতুন সংযোগ কিনতে পারবেন। ঈদ ক্যাম্পেইনের বিশেষ এই অফারটি ১৪ মে পর্যন্ত উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা আকাশ বেসিক ৩ হাজার ৪৯৯ টাকায় এবং আকাশ রেগুলার ৩ হাজার ৯৯৯ টাকায় কিনতে পারবেন। পাশাপাশি করোনা মহামারির এ সময়ে অনলাইনে আকাশ কিনলে ৫০০ টাকা ছাড়ের পাশাপাশি প্রথম মাসের রিচার্জে ২০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এ জন্য গ্রাহকদের আকাশ ওয়েবসাইট থেকে নতুন সংযোগটি কিনতে হবে। তাহলে ২০০ টাকা ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন। বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, গ্রাহকদের টিভি দেখার নতুন অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে দেশে সব শ্রেণির গ্রাহকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আকাশ। বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর মানুষের ঘরে থাকার সময় বেড়েছে। বেড়ে গেছে টিভি দেখার সময় ও অভ্যাস। ফলে দেশের যে কোনো প্রান্তে তারা এখন বাড়িতে বসে সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ টেলিভিশন দেখার আনন্দ উপভোগ করতে পারছেন।