South east bank ad

স্বল্প সময়ে আইপিওর নিষ্পত্তি চান সিরামিক খাতের উদ্যোক্তারা

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

স্বল্প সময়ে আইপিওর নিষ্পত্তি চান সিরামিক খাতের উদ্যোক্তারা

সিরামিক খাতসহ ভালো কোম্পানিকে তালিকাভুক্তির জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া স্বল্প সময়ে নিষ্পত্তি চেয়েছেন সিরামিক খাতের উদ্যোক্তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ।

ডিএসইর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তি ও ট্রেডিং সুবিধা গ্রহণের অংশ হিসেবে বৈঠকটি গতকাল অনুষ্ঠিত হয়। বৈঠকে মামুনুর রশিদ বলেন, ‘‌স্টক এক্সচেঞ্জে সিরামিক খাতসহ অন্যান্য ভালো কোম্পানিকে তালিকাভুক্তির জন্য আইপিও প্রক্রিয়াকে স্বল্পতম সময়ে সম্পন্ন করা জরুরি।৷ একই সঙ্গে লিস্টিং-পরবর্তী কমপ্লায়েন্স অধিকতর সহজ করা প্রয়োজন।’

ডিএসই ও বিসিএমইএ উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সিরামিক কোম্পানিগুলোকে স্টক মার্কেট, এসএমই বোর্ড ও এটিবিতে তালিকাভুক্তির প্রক্রিয়া ও সুবিধা তুলে ধরার পাশাপাশি অ্যাসোসিয়েশন ও সিরামিক খাতের কর্ণধারদের নিয়ে একটি সেমিনার আয়োজনের অনুরোধ জানান তিনি। ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আসাদুর রহমান এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে শিগগিরই উদ্যোগ নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকের শুরুতে আসাদুর রহমান বলেন, ‘‌সিরামিক শিল্প বাংলাদেশের দ্রুতবর্ধনশীল ও সম্ভাবনাময় খাত। দেশীয় বাজারে চাহিদা পূরণের পাশাপাশি আমাদের সিরামিক পণ্য আন্তর্জাতিক বাজারেও গুণগত মানের জন্য সুপরিচিত। এ শিল্প শুধু কর্মসংস্থান সৃষ্টিতেই নয়, বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

তিনি বলেন, ‘‌এ বৈঠকের মূল উদ্দেশ্য হলো ডিএসই ও সিরামিক খাতের কোম্পানিগুলোর পুঁজি বা মূলধন জোগানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং কীভাবে সিরামিক শিল্পের সম্ভাবনা পুঁজিবাজারের মাধ্যমে আরো প্রসারিত করা যায় তা নিয়ে আলোচনা করা।’

তিনি আরো বলেন, ‘সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বৈঠক করেছি। ধাপে ধাপে অন্যান্য অ্যাসোসিয়েশনের সঙ্গেও বৈঠক করা হবে। ডিএসই বাজারসংশ্লিষ্ট সবার কাছ থেকে পরামর্শ গ্রহণ করে পুঁজিবাজারকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।’

ডিএসইর উপমহাব্যবস্থাপক সাঈদ মাহমুদ জুবায়ের প্রেজেন্টেশনে পুঁজিবাজারের কাঠামোগত ওভারভিউ, ডিএসই প্রডাক্ট, ট্রেডিং প্লাটফর্ম, পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের প্রক্রিয়া, এটিবি ও অন্যান্য প্লাটফর্মে মালিকানা হস্তান্তরের তুলনা, তালিকাভুক্তির প্রক্রিয়া, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট অপশন, তালিকাভুক্তির সুবিধা ও পণ্যের বৈচিত্র্যকরণের জন্য চলমান উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন।

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: