ব্যতিক্রমধর্মী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করল সনি-র্যাংগস

সম্প্রতি ‘নিউ ইয়ার-স্পিন অ্যান্ড কনফার্ম উইন’ নামে একটি ব্যতিক্রমধর্মী বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে সনি-র্যাংগস।
রাজধানীর বাংলা মোটরের সোনারতরী টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের এমডি একরাম হোসেন।
এ সময় হেড অব মার্কেটিং, রিটেইল সেলস, ডিলার সেলস, করপোরেট সেলস এবং মার্কেটিং ও সেলস বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ কার্যক্রমের আওতায় নিজ হাতে ডিজিটাল হুইল ঘুরিয়ে পাওয়া যাবে এমআরপি থেকে সর্বনিম্ন ২৫ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া থাকছে বান্ডেল অফার। যেকোনো ব্র্যান্ডের পুরনো সচল/অচল ফ্রিজ দিয়ে নতুন কেলভিনেটর, র্যাংগস ও ইন্ডেসিট ফ্রিজ।
৩১ জানুয়ারি পর্যন্ত অফারটি চলবে।