সাশ্রয়ী মূল্যে ঈদের কেনাকাটা

সামনেই আসছে ঈদ। কেনাকাটা করার কথা ভাবছেন? পরিচিত শপিংমলগুলো ছাড়া অন্য কোথাও ঢু মেরে দেখতে পারেন। আপনার ঈদকে আরও আকর্ষণীয় করতে ভিন্ন ভিন্ন ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যে পণ্যের সম্ভার নিয়ে হাজির হয়েছে বিভিন্ন অনলাইনভিত্তিক ফ্যাশন প্রতিষ্ঠান। ধানমন্ডি ২৭-এ সেরেন্স ইভেনটো আয়োজিত এই ‘ঈদ ফ্যাশন ফেস্টিভ্যাল’ এ রয়েছে দৃষ্টিনন্দন শাড়ি, বাহারী সালোয়ার কামিজ, দেশীয় পোশাক এবং দেশি বিদেশি গহনা। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের শীর্ষ স্থানীয় নিউজ পোর্টাল ঢাকাটাইমস২৪ডটকম।
মেলায় দেশ-বিদেশের পারফিউম আর কসমেটিকস সামগ্রী নিয়ে অংশ নিয়েছেন পেশোয়ারি আফরোজ। তার প্রতিষ্ঠানের নাম প্রিন্সেস কালেকশন। তিনি জানান, তার স্টলে বিদেশি ব্র্যান্ডের পারফিউ, ফেসওয়াশ, নেলপলিশসহ কসমেটিকস সামগ্রী পাওয়া যাচ্ছে। এসব পণ্য বিদেশ থেকে আমদানী করা। তাই নকল পণ্য কিনে প্রতারিত হওয়ার সুযোগ নেই। বাইরের দোকানেও চেয়ে দামও তুলনামূলক কম।
ফ্যাশনিয়েস্তার স্বপ্ন কারিগর পরমা নিজের ডিজাইন করা পোশাক বিক্রি এবং প্রদর্শনের জন্য মেলায় অংশ নিয়েছেন। নিজের তৈরি পোশাক ছাড়াও তার এখানে মিলছে বিদেশি পোশাকও। তিনি জানান, এই মেলায় মূলত নারী ক্রেতাদের সংখ্যাই বেশি।
স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে মেলায় কেনাকাটা করতে এসেছিলেন নার্গিস ভুইয়া। তিনি মেলা থেকে একটি থ্রি পিস কিনেছেন। তিনি বলেন, ‘এখানকার পোশাকের মান অনেক ভালো। দামও হাতের নাগালে। মেলায় অংশ নেয়া নারী উদ্যোক্তাদের পণ্য কিনে তাদের উৎসাহিত করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
মোট ২৫টি অনলাইন প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে অংশগ্রহন করেছে মেলায়। তিন দিনের জন্য আয়োজিত এই মেলার আজই শেষ দিন। স্টলগুলো খোলা থাকবে রাত সাড়ে আটটা পর্যন্ত। তাই আর দেরি না করে চট জলদি ঘুরে আসুন চমৎকার এই পোষাকের মেলা থেকে।