মহান বিজয় দিবসে সোনালী ব্যাংকের বিভিন্ন কর্মসূচি পালন
যথাযোগ্য মর্যদায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে মহান বিজয় দিবস পালন করা হয়। সকালে সোনালী ব্যাংক ভবনের নবনির্মিত বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ সহ জেনারেল ম্যানেজারববৃন্দ এবং সকল পর্যায়ের নিবার্হী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সাভারের জাতীয় স্মৃতিসৌধেও সোনালী ব্যাংকের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে পাবলিক রিলেশন ডিভিশনের আয়োজনে "জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধ অর্জন" শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়, সভায় প্রধান অতিথি হিসেবে সিইও এন্ড এমডি মোঃ আতাউর রহমান প্রধান মহান বিজয় দিবসের তাৎপর্যমুলক বক্তব্য প্রদান করেন। ৪৯তম মহান বিজয় দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম। এসময় ভার্চুয়াল সভায় সোনালী ব্যাংকের দেশব্যাপী নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে মহান বিজয় দিবসের দিনে সাভাবের সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখায় একটি এটিএম বুথ উদ্বোধন করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান।