ন্যাশনাল ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান খান মারা গেছেন

ন্যাশনাল ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান খান আজ শুক্রবার দুপুর ১২.০০ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না নিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক সন্তান রেখে গেছেন। তিনি ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসাবে যোগদান করেন। তার মৃত্যুতে ব্যাংকের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক ও তার পরিবারকে সমবেদন জানিয়েছেন।