শিরোনাম

South east bank ad

৫৫৩ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা খারিজ

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সোনালী ব্যাংকের স্থানীয় শাখার গ্রাহক মেসার্স ফেয়ার কেমিক্যালের দায়ের করা ৫৫৩ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার অতিরিক্ত যুগ্ম জেলা জজ আদালত। মামলা দায়েরের প্রায় আট বছর পর গত ৯ নভেম্বর এটি খারিজ হয়ে যায়। সোনালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সোনালী ব্যাংকের স্থানীয় শাখার গ্রাহক মেসার্স ফেয়ার কেমিক্যাল গাজীপুরের কৌচামুড়ি এলাকার ১৫ দশমিক ২৫ শতাংশ জমির ওপর নারকেল তেল ও কোবরা উৎপাদনের জন্য ১৯৯৩ সালে ১০ বছর মেয়াদি ৯০ লাখ টাকা ঋণগ্রহণ করেন। পরে ঋণের পরিমাণ দাঁড়ায় ২২ কোটি টাকা। কিস্তি পরিশোধ না করায় ঋণটি খেলাপি হয়ে পড়ে। পরে ব্যাংক ২০০৪ সালে সুদসহ ৩৭ কোটি ২২ লাখ টাকা আদায়ে অর্থঋণ আদালতে মামলা করে। তবে ২০০৭ সালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফকরুল ইসলাম সময়মতো মূলধন না দেয়া, অপর্যাপ্ত ঋণ প্রদান, মঞ্জুরীকৃত ঋণ ও চলতি মূলধন ঋণ না দেয়ায় আর্থিক, মানসিক ও ব্যবসায়িক ক্ষতির অভিযোগে ঢাকার পঞ্চম অতিরিক্ত যুগ্ম জেলা জজ আদালতে ৫৫৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানি মামলা করে। প্রায় আট বছর পর গত ৯ নভেম্বর মামলাটি খারিজ হয়ে যায়।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: