শিরোনাম

South east bank ad

ব্র্যাক ব্যাংক-এর গ্রাহকরা ‘আস্থা’ অ্যাপে বিনামূল্যে পাচ্ছেন ‘আইস্ক্রিন’ ওটিটি কনটেন্ট উপভোগের সুবিধা

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্র্যাক ব্যাংক-এর গ্রাহকরা ‘আস্থা’ অ্যাপে বিনামূল্যে পাচ্ছেন ‘আইস্ক্রিন’ ওটিটি কনটেন্ট উপভোগের সুবিধা

ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ ব্যবহারকারীদের বিনামূল্যে ‘আইস্ক্রিন’ ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা দিতে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর সাথে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক

সাধারণত আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট উপভোগ করার জন্য গ্রাহকদের সাবস্ক্রিপশন ফি দিতে হয়। তবে, এই পার্টনারশিপের ফলে আস্থা অ্যাপ ব্যবহারকারীরা ‘আস্থা’ লাইফস্টাইল’র অধীনে ‘আস্থা প্লে’-তে বিনামূল্যে এটি উপভোগের সুযোগ পাচ্ছেন।

৬ জুলাই ২০২৩ ঢাকায় চ্যানেল আই-এর অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস-এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ সরকার, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মুহাম্মদ মাসুদ, আইস্ক্রিন-এর ডিরেক্টর রিয়াজ আহমেদ এবং রকস্ট্রিমার-এর সিইও অনিক ধর।

আইস্ক্রিন হলো ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর মালিকানাধীন একটি অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এতে রয়েছে হাওয়া ,দামাল;অপারেশন সুন্দরবন,বিউটি সার্কাস,রক্তজবা ইত্যাদি অনেক বিখ্যাত চলচ্চিত্র এবং ১০১টি হুমায়ূন আহমেদের নাটক,কী জানি কী হয়,শুভরাত্রি,একটাই আমার তুমি,কলুর বলদ ইত্যাদি নাটক।

ব্র্যাক ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সুপারঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের চার্জ-মুক্ত লাইফস্টাইল এবং ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘আস্থা’ অ্যাপ ব্যবহারকারীরা বিভিন্ন আকর্ষণীয় লাইফস্টাইল ফিচার উপভোগ করেন। গ্রাহকরা অ্যাপটির আস্থা প্লে, ওটিটি প্ল্যাটফর্ম, আস্থা মিউজিক প্ল্যাটফর্ম, আস্থা নিউজ প্রথম আলো ই-পেপার,আস্থা বুকস ই- বুক এবং অডিওবুক প্ল্যাটফর্ম এবং আস্থা ইসলামিক তথ্য সেবা উপভোগ করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। অন্যদিকে, ‘আস্থা ট্রাভেল’ এবং ‘আস্থা লার্নিং’ সেবায় গ্রাহকদের প্রদান করা হয় বিশেষ ছাড়।

‘ডিজিটাল রিওয়ার্ড প্রোগ্রাম’-এর আওতায়, ব্যাংকটি গ্রামীণফোন, রবি, এয়ারটেল এবং বাংলালিংক থেকে বিনামূল্যে ইন্টারনেট ডেটা প্যাক এবং গ্রাহকদের বিনামূল্যে ‘চরকি’ ও ‘হইচই’ ওটিটি সাবস্ক্রিপশন প্রদান করছে। এছাড়াও, গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইল সমৃদ্ধ করতে ‘আস্থা লাইফস্টাইল’-এ আরও আকর্ষণীয় ফিচার যুক্ত করা হবে। এই অনন্য সুবিধাগুলো বাংলাদেশে একটি সুপারঅ্যাপ হিসেবে ‘আস্থা’র অবস্থানকে আরও সুদৃঢ় করে তুলতে সাহায্য করবে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: