শিরোনাম

South east bank ad

লিড ব্যাংক হিসেবে পদ্মা ব্যাংক বগুড়ায় আয়োজন করল স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

লিড ব্যাংক হিসেবে পদ্মা ব্যাংক বগুড়ায় আয়োজন করল স্কুল ব্যাংকিং  কনফারেন্স-২০২৩

বাংলাদেশ ব্যাংকের আর্থিক শিক্ষা কর্মসূচীর আওতায়, বগুড়া জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩”। শনিবার ২৫ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে পদ্মা ব্যাংকের সৌজন্যে আয়োজিত হলো এই কনফারেন্স। বগুড়ার আরও ৪৬টি তফসিলি ব্যাংকের অংশগ্রহণে আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং ব্যাংকার্স ক্লাব বগুড়া এর সভাপতি এ, এফ, এম শাহীনুল ইসলাম

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিড ব্যাংক, পদ্মা ব্যাংকের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী। অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন রকিবুল হাসান চৌধুরী, হেড অফ রিটেইল অ্যান্ড এসএমই, সায়ন্তনী ত্বিষা, হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যন্ড ব্র্যান্ডস এবং হেড অফ সেগমেন্টস নাফিসা আরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ ইকবাল মহসীন, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক এবং মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম-পরিচালক, বাংলাদেশ ব্যাংক, মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ডি এস বি, বগুড়া, মোঃ হযরত আলী, জেলা শিক্ষা অফিসার, বগুড়া।

কনফারেন্সে শিক্ষার্থীরা নিজেদের সঞ্চয় বিষয়ক নানা অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া শিক্ষকরাও তাদের মতামত দেন। স্কুল ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি র‍্যালি শহীদ টিটু মিলনায়তন থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আসে। এছাড়া পায়রা উড়িয়ে কনফারেন্সের উদ্বোধন করে আর্থিক শিক্ষা বিষয়ক আলোচনা শুরু হয়। শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অ্যাপ ব্যবহার করে কিভাবে ব্যাংকে সঞ্চয় করতে পারবে সে বিষয়ে আলোকপাত করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস পদ্ধতিকে উৎসাহিত করবে আধুনিক প্রযুক্তির ব্যবহার, যা ধরে রাখবে আজকের নবীন প্রজন্ম। মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: