প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এর কম্বল প্রদান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ৭৫,০০০ কম্বল প্রদান করেছে।
১০নভেম্বর স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বল হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলী খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবসেবায় সক্রিয় অবদান রেখে চলেছে।অতীতের ন্যায় ভবিষ্যতেও মহামারী অথবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গতমানুষের পাশে দাড়াতে এবং দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে স্ট্যান্ডার্ড ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।