শিরোনাম

South east bank ad

জে পি মরগান চেজ ব্যাংকের পুরস্কার পেল ন্যাশনাল ব্যাংক লিমিটেড

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

জে পি মরগান চেজ ব্যাংকের পুরস্কার পেল ন্যাশনাল ব্যাংক লিমিটেড

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বিশ্ব বিখ্যাত জে পি মরগান চেজ ব্যাংক থেকে “২০২২ ইউ এস ডলার ক্লিয়ারিং কোয়ালিটি  রিকগনিশন  অ্যাওয়ার্ড” পেয়েছে । MT২০২ বিভাগে এসটিপি মান ৯৯.৬৯ লাভ করে এই পুরস্কার অর্জন করে । 

জেপি মরগান চেজ ১৯৯৭  সালে থেকে তাদের ক্লায়েন্ট ব্যাংকের ধারাবাহিক ও উচ্চ মানের কার্যক্রমের স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বব্যাপী এই পুরষ্কার দিয়ে আসছে । জেপি মরগান এন এ এর ঢাকার ঢাকাস্থ বাংলাদেশ প্রতিনিধি অফিসের প্রধান নির্বাহী পরিচালক জনাব সাজ্জাদ আনাম উপরোক্ত বিষয় স্বীকৃতি স্বরূপ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন । 

ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী কর্মকর্তা জনাব  মো: মেহমুদ হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সৈয়দ রইস উদ্দিন ও হোসেন আখতার চৌধুরী । এ সময়  আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: