মেঘনা ব্যাংকের এসএমই খাতের জামানতবিহীন ঋণ ‘মেঘনা উন্নয়ন’

সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে জামানতবিহীন এসএমই ‘মেঘনা উন্নয়ন’ ঋণ চালু করল মেঘনা ব্যাংক। এ ঋণের আওতায় কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদোক্তারা তাদের ওয়ার্কিং ক্যাপিটাল বা ব্যবসা সম্প্রসারণ কিংবা স্থায়ী সম্পদ ক্রয় ও অর্জনে বা যেকোনো যুক্তিসংগত ব্যবসায়িক প্রয়োজনে ঋণ নিতে পারবেন। তারা সহজ শর্তে দ্রুততার সঙ্গে ২০ লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ চার বছর মেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। এ ঋণে থাকছে পুনঃঅর্থায়ন সুবিধা, যার সুদ হার হবে ৭ শতাংশ। ঋণগ্রহীতারা মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন। মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের এমডি ও সিইও সোহেল আর কে হোসেন এ ঋণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সোহেল আর কে হোসেন বলেন, আমরা সিএমএসএমই খাতে অর্থায়নে বদ্ধপরিকর। সেই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। কেননা সিএমএসএমই খাতের উন্নয়নের মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।