শিরোনাম

South east bank ad

আবদুল হাই সরকার পুনরায় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান

 প্রকাশ: ০১ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

আবদুল হাই সরকার পুনরায় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান

আবদুল হাই সরকার সম্প্রতি ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আবদুল হাই সরকার সিরাজগঞ্জ জেলার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি (এম কম) সম্পন্ন করেন।

আবদুল হাই সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং নেতৃত্বের ফসল হিসেবে প্রতিষ্ঠিত হয় পূর্বাণী গ্রুপ। তিনি ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এ ছাড়া তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সহসভাপতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান, (বিটিএমএ) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক পরিচালক।

তিনি বর্তমানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: