বন্যা দুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ন্যাশনাল ব্যাংকের অনুদান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় বন্যা দুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১১ কোটি টাকা অনুদান দিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
ব্যাংকের পক্ষ থেকে নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার এমপি এবং রিক হক সিকদার গণভবনে ২৭/০৬/২০২২ তারিখ সোমবার আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ত্রাণের চেক গ্রহণ করেন। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, বিগত বছরগুলোতেও আর্তমানবতার সেবায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড সাহায্যের হাত সম্প্রসারিত করেছে।