সোনালী ব্যাংকের সঙ্গে এসএসএলকমার্জের চুক্তি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সোনালী ব্যাংকের সঙ্গে এসএসএলকমার্জের বাংলা কিউআর মার্চেন্ট পেমেন্ট সেবা চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড মানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান ও এসএসএলকমার্জের পক্ষ থেকে গ্রুপ উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরী। এ সময় সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সোনালী ব্যাংক লিমিটেডের সঙ্গে দেশের বৃহৎ পেমেন্ট গেটওয়ে সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ লিমিটেডের কিউআর মার্চেন্ট পেমেন্ট সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন- সোনালী ব্যাংক সিইও অ্যান্ড মানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান ও এসএসএলকমার্জ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- গ্রুপ উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এর ফলে এখন থেকে সোনালী ব্যাংকের ডিজিটাল মোবাইল ব্যাংকিং অ্যাপ সোনালী ই-ওয়ালেট থেকে প্রায় দুই লাখ গ্রাহক বাংলা কিউআর কোডটি স্ক্যান করে নিমিষে মার্চেন্ট পেমেন্টসহ অন্যান্য ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।
এর মাধ্যমে আরও সহজ ও দ্রুত কিউআর কোডভিত্তিক বাংলা কিউআর ব্যবহারের ফলে গ্রাহকরা রিয়েল-টাইম কনটাক্টলেস পেমেন্টের সুযোগ পাবে। সেই সঙ্গে বাংলা কিউআর নেটওয়ার্কের মাধ্যমে অনলাইনে নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অংশগ্রহণে আরও বেশি সুযোগ তৈরি হবে। আর লেস ক্যাশ সোসাইটি গড়ে তোলার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
এসএসএলকমার্জ ২০০৯ সাল থেকে সোনালী ব্যাংককে বিভিন্ন ব্যাংকিং সেবা যেমন—পুশ-পুল এসএমএস, মোবাইল টপ আপ, ট্রানজেকশন অ্যালার্ট, এসএমএস ব্যাংকিং, রেমিট্যান্স এলার্টসহ অন্যান্য আরো সেবা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় সোনালী ই-ওয়ালেট অ্যাপ দিয়ে তাত্ক্ষণিক পেমেন্ট সুবিধা বাংলা কিউআর।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন-ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবির, নিরজন চন্দ্র দেবনাথ, মো. মজিবর রহমান, সঞ্চিয়া বিন্তে আলী, জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাসসহ সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এসএসএল ওয়্যারলেস ও এসএসএল কমার্জের কর্মকর্তারা।