শিরোনাম

South east bank ad

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে যমুনা ব্যাংক

 প্রকাশ: ১১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে যমুনা ব্যাংক

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত যমুনা ব্যাংক বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটির সংশোধিত রেগুলেটরি ক্যাপিটাল ফ্রেমওয়ার্কের আলোকে টিয়ার-২ মূলধনের অংশ হিসেবে বন্ডের মাধ্যমে ওই অর্থ সংগ্রহ করা হবে।

আলোচিত বন্ডটি হবে একটি মেয়াদী বন্ড। মেয়াদ শেষে এটি শেয়ারে রূপান্তরযোগ্য হবে না। বন্ডটি হবে কূপনযুক্ত। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করবে ব্যাংক কর্তৃপক্ষ।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: