মধুমতি ব্যাংকের ৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

মধুমতি ব্যাংক লিমিটেডের ৫৫তম পর্ষদ সভা গতকাল অনুষ্ঠিত হয়। জুমপ্রযুক্তি সহায়তায় অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান শেখ সালাহ্উদ্দিন এমপি, পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, সালাউদ্দিন আলমগীর, তানজিমা বিনতে মোস্তফা, হুমায়ুন কবির বাবলু, শাহানা ইয়াসমিন, সুলতানা জাহান, এ মান্নান খান, ফেরদৌসি ইসলাম, আহসানুল ইসলাম টিটু এমপি, মজিবুল ইসলাম পান্না, তানভীর আহমেদ মোস্তফা, স্বতন্ত্র পরিচালক শাহেদুজ্জামান চৌধুরী এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) কাজী আহ্সান খলিল উপস্থিত ছিলেন।