শিরোনাম

South east bank ad

রিয়াজুল করিম দ্বিতীয় মেয়াদে প্রিমিয়ার ব্যাংকের এমডি ও সিইও

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

রিয়াজুল করিম দ্বিতীয় মেয়াদে প্রিমিয়ার ব্যাংকের এমডি ও সিইও

দ্বিতীয় মেয়াদে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হলেন এম রিয়াজুল করিম, এফসিএমএ। এবার তাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদ। করিম ২০১৮ সালের ২৩ এপ্রিল থেকে প্রিমিয়ার ব্যাংকের শীর্ষ পদের এই দায়িত্ব পালন করে আসছেন।

এম রিয়াজুল করিম ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংকের এএমডি হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ ৩৬ বছরের ব্যাংকিং জীবনে করিম ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।

এম রিয়াজুল করিম ব্রাঞ্চ ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি দীর্ঘ ১৭ বছর প্রাইম ব্যাংকে কর্মরত অবস্থায় সিএফও, সিআরও, সিবিও এর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ বিদেশে বিভিন্ন ট্রেনিং, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারি এম রিয়াজুল করিম, দি ইন্সটিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অফ বাংলাদেশের (আইসিএমএবি) সম্মানিত ফেলো।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: