শিরোনাম

South east bank ad

ইউসিবি নিয়ে এলো ইউক্লিক সেবা

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ইউসিবি নিয়ে এলো ইউক্লিক সেবা

বাংলাদেশ ব্যাংকের ই- কেওয়াইসি (e-KYC ) নীতিমালা অনুসারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়ে এলো ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং ইউক্লিক (Uclick) সেবা। এ উদ্যোগের ফলে গ্রাহকরা ঘরে বসেই তাদের চাহিদা ও প্রয়োজনীয়তা সহজেই পূরণ করতে পারবে বলে আশা করছে ইউসিবি।

ইউক্লিক (Uclick) এর মাধ্যমে ১৮ বছর বা তদূর্ধ্ব যেকোন বাংলাদেশী নাগরিক তার বৈধ জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে যেকোন সময় এবং যেকোন স্থান হতে অতি অল্প সময়ে ও সহজেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এ অ্যাকাউন্ট খুলতে পারবেন। ব্র্যাঞ্চে না এসে শুধুমাত্র ইউক্লিক (Uclick) এর মাধ্যমে একজন গ্রাহক অ্যাকাউন্ট খুলতে পারবে। একই সাথে সক্রিয় করার মাধ্যমে নিয়মিত ব্যবহার করতে পারবেন। গ্রাহক নিজেই তার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একই অ্যাপের মাধ্যমে ইনিশিয়াল ডিপোজিটও করতে পারবেন।

ইউক্লিক (Uclick) এখন ওয়েব ভার্সনের পাশাপাশি মোবাইল অ্যাপ দিয়েও ব্যবহার করা যাবে। এ অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন https://play.google.com/store/apps/details?id=com.bd.ucb.uclick

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: