মজার ইশকুল- এর শিক্ষার্থীদের মাঝে এসআইবিএল- এর স্কুল ব্যাগ বিতরণ

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সামাজিক দায়বদ্ধতা থেকে অদম্য ফাউন্ডেশন পরিচালিত মজার ইশকুল”- এর ৪০০ দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে সম্প্রতি স্কুল ব্যাগ বিতরণ করেছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সিরাজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন। এসময় ব্যাংকের মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব মো: মনিরুজ্জামান, অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব আরিয়ান আরিফ এবং হেড অব প্রোগ্রাম (এডুকেশন) জনাব হাসিবুল হাসান সহ মজার ইশকুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।