মেঘনা ব্যাংক ও সুবাস্তু প্রপার্টিজের মধ্যে চুক্তি
মেঘনা ব্যাংক লিমিটেড এবং সুবাস্তু প্রপার্টিজ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. আরিফুল ইসলাম চৌধুরী এবং সুবাস্তু প্রপার্টিজের এমডি নাজমুল হক খান এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ডিএমডি এবং সিআইও কাজী আজিজুর রহমান, সুবাস্তু প্রপার্টিজের চিফ মার্কেটিং অফিসার অমিত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে সুবাস্তু প্রপার্টিজের ফ্ল্যাট ক্রেতারা আকর্ষণীয় রেটে মেঘনা ব্যাংকের হোম লোন সুবিধা নিতে পারবেন।