উত্তরা ইপিজেডে এমটিবির এটিএম বুথ উদ্বোধন

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম সম্প্রতি নীলফামারীতে উত্তরা ইপিজেড পরিদর্শনকালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে ইপিজেডের শ্রমিকসহ কর্মকর্তা ও কর্মচারী এবং বিনিয়োগকারীদের জন্য সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় বেপজার প্রধান প্রকৌশলী মো. আশরাফুল কবির, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসাইন, মহাব্যবস্থাপক (উত্তরা ইপিজেড) নাহিদ মুন্সী এবং এমটিবি উপশাখার ব্যবস্থাপক মো. আমিনুর রহমান উপস্থিত ছিলেন।