বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন রায়হানুল ইসলাম
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন ড. মো. রায়হানুল ইসলাম। ২০০৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকে ২২ বছরের কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি অফসাইট সুপারভিশন, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) দায়িত্ব পালন করেছেন। এর আগে চার বছর একটি বাণিজ্যিক ব্যাংকেও কর্মরত ছিলেন তিনি।
ড. রায়হানুল ইসলাম ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স এবং চীনের বেইজিং থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন রায়হানুল ইসলাম।


