বাজার ব্যবস্থাপনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে: পরিকল্পনামন্ত্রী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মূল্যস্ফীতি বেড়েছে, তবে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
গতকাল (২ মার্চ) বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। এনইসি সম্মেলন কক্ষে হওয়া সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়। এরপর অনুমোদন দেওয়া হয় উন্নয়ন বাজেট।
পরিকল্পনামন্ত্রী বলেন, রফতানির বাজারে শ্রমবাজার ও পণ্যের বাজারও ইতিবাচক হয়েছে। সার্বজনীন পেনশন সব মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
মন্ত্রী বলেন, এডিপি বাস্তবায়নের হার গতবছরের চেয়ে ২ শতাংশ বেড়েছে। প্রকল্পের সঙ্গে বিদ্যুতের তার খুঁটি এসব সরাতে আলাদা প্রকল্প করার প্রস্তাব নাচক করে দিয়েছে।