জাতীয় ভোটার দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভোলা বোরহানউদ্দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২ মার্চ) বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহি অফিসারের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানা ইন-চার্জ মো. শাহীন ফকির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যা, উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল্লা প্রমূখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন টবগী ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, এলজিডি উপজেলা প্রকৌশলী গাইন কুমার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস প্রমূখ।