ভালোবাসা নির্মাণ কর্মশালা বোরহানউদ্দিনে অনুষ্ঠিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
‘‘ভালোবাসা নির্মাণ’’ স্লোগান কে সামনে রেখে স্ক্যানসিমেন্ট নির্মাণ কর্মশালা ভোলা বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১ মার্চ) মঙ্গলবার রাতে সদর রোড ফুডপার্ক রেস্তোরায় হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এ কর্মশালা’র আয়োজন করেন।
বোরহানউদ্দিন স্ক্যান সিমেন্ট এর ডিলার মেসার্স হাজী ট্রেডার্স এর মালিক আলহাজ্ব এএইচএম অলিউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে সিমেন্ট এর গুণগত মান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার মো. রুহুল আমিন। অনুষ্ঠানের শুরুতে ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে সিমেন্ট এর বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানের আরোও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানার আবু আনসারী, পৌর কাউন্সিলর মো. সালাউদ্দিন, সাবেক কাউন্সিলর হুমায়ন কবির পালোয়ান, পৌর কাউন্সিলর মো. জোহেব হাসান, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মালেক, যুগ্ম সম্পাদক মো. নাছির পাটোয়ারী, বোরহানউদ্দিন রিপোর্টাস ইউনিটির সভাপতি মোবাশ্বের হাসান শিপন, ম্যানেজার-টেকনিক্যাল সার্ভিস শাহনেওয়াজ শাহিন প্রমূখ সহ ব্যবসায়ী বৃন্দ, ঘর মালিক গণ, হাইডেলবার্গ সিমেন্টের কর্মকর্তা ও কর্মচারীগণ।