স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
এম, নুরুন্নবী, ((তজুমদ্দিন):
ভোলার তজুমদ্দিনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
আজ ২ মার্চ (বুধবার) উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচী পালন করা হয়।
সুত্র জানায়, সকাল ১০টায় উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম স্বাগত বক্তব্য দিয়ে কর্মসূচির উদ্ভোদন করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন, কুইজ, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আলী, একাডেমিক সুপারভাইজার রাসেদুল হাসান, সাহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদ খান, শিল্পকলা একাডেমির পরিচালক সাংবাদিক মেহেদি হাসান মামুন প্রমুখ।
পরে বিকেল ৪ টায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক, নারী ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন প্রমুখ।
উল্লেখ, একই সময় ২ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।