ত্রিশালে জাতীয় ভোটার দিবস পালিত
ত্রিশাল প্রতিনিধি
‘মুজিববর্ষের অঙ্গীকার-রক্ষা করবে ভোটাধিকার’ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে ৪র্থ জাতীয় ভোটার দিবস।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফারুক মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, বিআরডিবির চেয়ারম্যান নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ খান ভোলা, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, পৌরসভার প্যানেল মেয়র রাশেদুল হাসান বিপ্লব, কানিহারী ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ।