শিরোনাম

South east bank ad

ভুয়া আর্থিক প্রতিবেদন দাখিল বন্ধ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরসহ (আরজেএসসি) অন্যান্য নিয়ন্ত্রক সংস্থায় কোম্পানির আর্থিক প্রতিবেদন জমাদানের ক্ষেত্রে এমন পদ্ধতি নিয়ে আসার প্রয়োজন, যাতে কোন প্রতিষ্ঠান ভুয়া প্রতিবেদন দাখিল করতে না পারে। দেশ অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আর্থিক প্রতিবেদনের সত্যতা অত্যন্ত জরুরি।

রোববার রাজধানীর কারওয়ান বাজার সিএ ভবনে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানের ভাল ব্যবস্থাপনার স্বার্থে সঠিক হিসাব পরিচালনা করার প্রয়োজন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো কোম্পানি সঠিকভাবে হিসাব পরিচালনা না করলে, বেশি দূর এগোতে পারে না।

তিনি বলেন, দেশে বর্তমানে আড়াই লাখের বেশি নিবন্ধিত কোম্পানি রয়েছে। কিন্তু এর মধ্যে কয়টি প্রতিষ্ঠান সঠিক প্রতিবেদন দাখিল করছে সেটি দেখতে হবে। কোন প্রতিষ্ঠান ভুয়া প্রতিবেদন জমা করলে, সেটার দায়ভার কিন্তু যারা ভাল কাজ করছে, কিংবা হিসাববিদদের উপর চলে আসে। তাই সবাই মিলে এমন পদ্ধতি বের করতে হবে, যাতে কোনো অপশক্তি ভুয়া প্রতিবেদন দাখিল করার সুযোগ না পায়।

অনুষ্ঠানে আইসিএবি’র সভাপতি মো. শাহাদাৎ হোসেন বলেন, আইসিএবির সক্ষমতা জোরদার করা জরুরি কারণ এতে করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অর্থনীতিতে আরো বেশি অবদান রাখতে এবং দেশে অধিকতর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরির ক্ষেত্রে অবদান রাখতে পারবে।

এ সময় তিনি নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া আর্থিক বিবরণীর সত্যতা যাচাইয়ে আইসিএবির নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ৬ জানুয়ারি আইসিএবি প্রতিষ্ঠা করেন। তাই এই দিনটিকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব করেন শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আইসিএবির ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া হক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বোস এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: