আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
মোঃ জামাল হোসেন, (যশোর):
যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শ্যুটারগানসহ ইব্রাহিম (২৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আজ (২৭ ফেব্রুয়ারি) রোববার বিকালে বেনাপোল সীমান্তের কাগজপুকুর বাজার থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়। আটক সস্ত্রাসী বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপম কুমার সরকার জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তে নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা পরিকল্পনা করছে।
পরে অভিযান চালিয়ে সন্ত্রাসী ইব্রাহিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।