গণটিকা কার্যক্রম পরিদর্শণ করলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা
মেহের মামুন, (গোপালগঞ্জ):
করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে এক কোটি ডোজ কোভিড ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে সফল ভাবে সম্পন্ন করার লক্ষে গণ টিকা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারী ) সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে গণ টিকা কার্যক্রম পরিদর্শণ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় তিনি উপজেলার পুরাতন মুকসুদপুর সিসি টিকাদান কেন্দ্র পরিদর্শণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, সহকারী কমিশনার ভুমি ফারাজানা আকতার, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম।
টিকাদান কার্যক্রম পরিদর্শণ শেষে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, এলাকার জনগণের সচেতনায়, মুকসুদপুর উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তাগণ ,রাজনৈতিক নের্তৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় কোভিড ভ্যাকসিন ১ম ডোজ টিকাদান কর্মসূচী সঠিক ভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। তিনি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাজের সন্তুষ্টি প্রকাশ করেছেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রায়হান ইসলাম শোভন জানান, করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে এক কোটি ডোজ কোভিড ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে সফল ভাবে সম্পন্ন করার লক্ষে গণ টিকা প্রদান করা হচ্ছে।
তারই লক্ষ্যে মুকসুদপুরে ৫৬ টি কেন্দ্রের মাধ্যমে গণটিকা প্রদান করা হচ্ছে। মুকসুদপুরে মোট জনসংখ্যার ১ লাখ ৪৯ হাজার ৪৯১ জন ভ্যাকসিন গ্রহনের বাকী ছিলো। তাদের মধ্যে ৩০% জনসংখ্যা ১২ বছরের নিচে। এই হিসাব অনুযায়ী আমাদের লক্ষমাত্রা ৫৫ হাজার ৯০২ জন।
তবে আশা করা যাচ্ছে ৪৫ হাজার লোককে ১ম ডোজ টিকা দেয়া হবে। তবে যদি আমাদের যে অংশ বাকী আছে সবাই উপস্থিত থাকে তাহলে সকলেই কোভিড ১৯ টিকার ১ম ডোজ পাবে।