আ'লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি রফিকুল সম্পাদক আওলাদ
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):
বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর সদর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামকে সভাপতি ও গাজীরখামার ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আওলাদুল ইসলাম আওলাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে শেরপুর জেলা আ'লীগের সভাপতি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা শহরের পৌর পার্ক মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার অগ্নিকন্যা বাংলাদেশ আ'লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আ'লীগের সভাপতি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলম চৌধুরী নাদেল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ।