কর্মক্ষেত্রে লিঙ্গসমতা নিশ্চিতে তৎপর সরকার: শিল্পমন্ত্রী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, কর্মক্ষেত্রে লিঙ্গসমতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) আয়োজিত ‘কর্মক্ষেত্রে লিঙ্গসমতা এবং কোভিড-১৯ এর প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ৫০ বছর ধরে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ছিল অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সরকার দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করছে। আশা করি, ভবিষ্যতে এই সম্পর্ক আরও উন্নত হবে।
ঢাকার ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মূলবক্তা হিসেবে বক্তৃতা করেন মালয়েশিয়ার প্ল্যান্টেশন ইন্ডাস্টিজ ও কমোডিটিজ বিষয়ক মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদা বিনতে কামারউদ্দিন।
ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মাদ হাশিম, ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন, সদস্য কে এম মজিবুল হক, ইউএপির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সদস্য কাইয়ুম রেজা চৌধুরী।
প্রধান আলোচক মালয়েশিয়ার মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদা বলেন, করোনাকালীন সময়ে লিঙ্গসমতা একটা বিশেষ মোড় নেয়। তবে নারীর ক্ষমতায়নে কোনো বিরূপ প্রভাব পড়েনি। নারীর অধিকার নিশ্চিতে মালয়েশিয়া ইতোমধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে।’