কর্মদক্ষতা ও মানবিকতায় এগিয়ে বকসিগঞ্জ থানার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম
শামীম আলম, (জামালপুর):
বকশীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) মুহাম্মদ তরিকুল ইসলাম , তিনি একজন মানবিক পুলিশ অফিসার একজন দায়িত্বশীল কর্তব্যপরায়ন অফিসার যিনি নিজ পেশার বাইরেও একজন ভালো মনের মানুষ ।
যে কোন সামাজিক কর্মকান্ডে যাকে সবার আগে পাওয়া যায় । যে কোন সমস্যা নিয়ে গেলে সবার আগেই সেবা দেন । পুলিশের সাথে সাধারণ মানুষের সামাজিক বন্ধন সুদৃঢ় সুনিবিড় করেছেন মুহাম্মদ তরিকুল ইসলাম ,যে কোন মানুষ খুব সহজেই তার রুমে ঢুকতে পারেন নিজের সমস্যার কথা মন খুলে বলতে পারেন তিনি ধৈর্যসহকারে সময় নিয়ে সবার সমস্যার কথা শুনে সঠিক সমাধান দেন ।
বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে যিনি আপোষহীন ভাবে কাজ করে চলেছেন । বকশীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে আসছেন।
দেশের যে কোন থানার চেয়ে বকশীগঞ্জ মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক অবস্থান অনেক ভালো । বকশীগঞ্জ উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন ।
বকসিগঞ্জ মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক অবস্থান অনেক ভালো । তিনি বকসিগঞ্জ উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন এবং বকসিগঞ্জ জনগন তাকে (মানবিক ওসি ) উপাধিতে ভূষিত করেছেন ।