শিরোনাম

South east bank ad

শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

 প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর):

জামালপুর সদরে মদিনা ইটভাটায় এক কন্যা শিশু (৬) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইটভাটার শ্রমিক এফাজ আলী (৫০) কে আটক করেছে পুলিশ।

এফাজ আলী সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের মাইজবাড়ী এলাকার মৃত হাছেন আলী আকন্দের ছেলে।

গতকাল (২২ ফেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধায় জামালপুর সদর উপজেলার শাহবাজপুরে ভেলা পিঙ্গলহাটী মদিনা ইটভাটায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু কন্যার মা শিশুটিকে নিয়ে তিন মাস যাবৎ ওই মদিনা ইটভাটায় রান্নার কাজ করে আসছেন।

তাদের বাড়ি যশোর জেলার কেশবপুর এলাকায়। অভিযুক্ত এফাজ আলী পাউরুটি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে বলে স্থানীয়রা জানায়। এ ঘঠনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ব‍িষয়ে সদর থানা ভারপ্রাপ্ত ইনচার্জ রেজাউল করিম খান জানান, ধর্ষকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াদিন রয়েছে। ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: