শিরোনাম

South east bank ad

১১০ কেজি গাঁজাসহ যুবক আটক

 প্রকাশ: ০১ জানুয়ারী ১৯৭০, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে ১১০ কিজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা পূর্বপাড়ার গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে কবিরের (৩৮) কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।

বুড়িচং থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২২ ফেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টায় খবর পান যে উপজেলার বাকশীমুল ইউনিয়নের খারেরা গ্রামে গাঁজা নিয়ে এক লোক অবস্থান করছে।

খবর পেয়ে ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন বুড়িচং থানার ওসি মো. আলমগীর। উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা পূর্বপাড়ার আবুল হাসেমের পরিত্যক্ত ঘরের উত্তরপাশে ৫৫টি প্যাকেট উদ্ধার করেন তারা। কবিরের কাছে পাওয়া এসব প্যাকেটের প্রতিটিতে ২ কেজি করে মোট ১১০ গাঁজা পাওয়া যায়।

আটক কবিরের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারসহ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: