আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এসএমপি সিলেটের শ্রদ্ধাঞ্জলি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অদ্য ২১.০২.২০২২ খ্রিঃ তারিখে রাত্র ১২.০১ মিনিটের সময় সিলেট মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এবং পর্যায়ক্রমে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও পুলিশ লাইন্স স্কুলের শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
এসময় উপস্থিত ছিলেন, এসএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর)মোঃ কামরুল আমিন,এসএমপির বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনারগণ সহ অতিঃ উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ ,সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।