কাজী রোজী তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবেন: মোস্তাফা জব্বার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কবি কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।
মন্ত্রী আজ রোববার এক শোকবার্তায় বাংলা কাব্য সাহিত্য কাজী রোজীর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিতে স্নাতক ও স্নাতকোত্তর কাজী রোজী ছিলেন অত্যন্ত মেধাবী ও বিনয়ী উল্লেখ করে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে তার সাহসী ভূমিকা স্মরণীয় থাকবে। কাজী রোজী তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবেন যুগ-যুগ মহাকাল। তিনি বলেন, ২০১৮ সালে কবিতায় বাংলা একাডেমী পুরস্কার এবং ২০২১ সালে ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশে পদক অর্জনকারী কাজী রোজী শৈশব থেকেই লেখালেখি করেন। তার লেখা ‘লড়াই’, ‘পথঘাট উল্লেখ করেন।
মন্ত্রী মরহুম কাজী রোজীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কবিতা চর্চা ছাড়াও তিনি সরকারি চাকরিজীবী ছিলেন। ২০০৭ সালে তথ্য অধিদফরের একজন কর্মকর্তা হিসেবে অবসর নেন। পরে রাজনীতিতে সক্রিয় হন এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতক্ষীরা জেলার জন্য নির্ধারিত সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।