শিরোনাম

South east bank ad

গণধর্ষণ মামলার দুই আসামি র‍্যাব-৯ হাতে আটক

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চাঞ্চল্যকর ও আলোচিত গণধর্ষণ মামলার দুই আসামীকে ব্রাহ্মণবাড়ীয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প।

আজ শনিবার ( ১৯ ফেব্রুয়ারী) সকাল ০৬ টায় র‍্যাব-৯ এর একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল থানাধীন অরাইল গ্রামে অভিযান চালিয়ে মোঃ আসকির মিয়া (৪২) এবং জসিম (২৯)’কে গ্রেফতার করে।

উল্লেখ্য গত ০৫/১২/২০২১ ইং তারিখ হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন নিজ বাসায় উক্ত মামলার ভিকটিম ঘুমিয়ে পড়লে রাত্রী অনুমান ০২.৩০ ঘটিকার সময় ভিকটিমের বসত ঘরের দরজার উপরের টিন কেটে ঘরের ভিতর প্রবেশ করিয়া আসামীগণ ভিকটিমের হাত পা বেধে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণ করে এবং তাহার স্বর্ণ অলংকারসহ একটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়।

ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসা শেষে মাধবপুর থানায় একটি গণধর্ষণসহ চুরির মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: