সোনালী ব্যাংক স্টাফ কলেজে প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে হুইসেল ব্লোয়ার, হুইসেল ব্লোয়ার পলিসি ও শুদ্ধাচার কৌশলের ওপর ‘ট্রেনিং অব ট্রেইনারস (টিওটি)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর উত্তরায় স্টাফ কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও ন্যায়পাল মোহাম্মদ মাসরুরুল ইসলাম। স্টাফ কলেজের অধ্যক্ষ (জিএম) সাহিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট নির্বাহী, ফ্যাকাল্টি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।