ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজ জিতলেন ৩ গ্রাহক

ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন মাসব্যাপী ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইনের দ্বিতীয় সপ্তাহের ড্রয়ে রেফ্রিজারেটর পেয়েছেন তিন গ্রাহক।
তারা হলেন বরিশালের মুলাদী শাখার এজেন্ট আউটলেটের গ্রাহক ইশরাত জাহান, পঞ্চগড়ের দেবিগঞ্জ শাখার গ্রাহক মো. আনারুল ইসলাম ও মৌলভীবাজারের বড়লেখা শাখার গ্রাহক জুলহাস উদ্দিন। সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে এমডি (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইনের উপস্থিতিতে ইতালি, সিঙ্গাপুর ও ফ্রান্স থেকে পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।