মহাসড়কে দায়িত্ব পালনকালে গাড়িচাপায় এসআই নিহত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দায়িত্বরত অবস্থায় অজ্ঞাত গাড়িচাপায় মো. জাহাঙ্গীর নামে হাইওয়ে পুলিশের এক এসআই (উপ-পরিদর্শক) নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ডিউটিরত অবস্থায় মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি শেরপুর সদর উপজেলার এদাদিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, এসআই জাহাঙ্গীর দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট নিরসন ও নিরাপত্তায় দায়িত্ব পালন করে আসছিলেন। ডিউটিরত অবস্থায় সড়ক পারাপারের সময় রাত ১টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসপি।