সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় ১ হাজার ২২৪ জনের মৃত্যু হলো।
গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১ হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৫ দশমিক ৫৯। এ নিয়ে বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬ হাজার ৪০০। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ের পর সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্ত ৩০ শতাংশের ওপর অবস্থান করছিল। এর মধ্যে ২৬ জানুয়ারি শনাক্তের হার ছিল সর্বোচ্চ ৩৯ দশমিক ৪৯। ২ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। এর মধ্যে ১৩ ফেব্রুয়ারি সেটি ১০ শতাংশের নিচে নেমে আসে। গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সিলেটে ৪০ জন, সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে আজ সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৬১ জন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১০২ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বরের শেষ দিক থেকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, যা জানুয়ারির শেষ পর্যন্ত অব্যাহত থাকতে দেখা গেছে। ফেব্রুয়ারির শুরু থেকে সংক্রমণের হার কমেছে। তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সামাজিক দূরত্ব ও ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন তিনি।