রাঙ্গুনিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান, স্বস্তি স্থানীয়দের
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এসময় ডাকাতি, অস্ত্র আইনসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
অভিযানের বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের নির্দেশনায় অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি ও পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে পুলিশের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করছে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, বৃহস্পতিবার এলাকায় বড় অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় তারা কয়েকজনকে গ্রেফতার করেছে। এভাবে অভিযান চললে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড কমে আসবে।