দুর্গাপুরে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
এস.এম মোঃ রফিকুল ইসলাম, (নেত্রকোণা):
নেত্রকোণার দুর্গাপুরে জেন্ডার রেস্পন্সিভ রেজিলেন্স অ্যান্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি এন্ড প্র্যাকটিস (জিআরআরইপিপি) এর আর্থিক সহায়তায় এবং ইন্সটিটিউট অব ডিজাষ্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ(আইডিএমভিএস)ঢাকা ইউনিভার্সিটি এর তত্ত্বাবধানে টুওয়ার্ডস হিউম্যান রাইটস অ্যান্ড ইটস ভায়োলেশন এক্সপালসন প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা আইইডিএস এর আয়োজনে ২ মাস ব্যাপী ২৫জন নির্যাতিত/দুস্থ মহিলাদের নিয়ে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
মোহাম্মদ আশাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় আইইডিএস এর নির্বাহী পরিচালক, শামীম কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ সারোয়ার হোসেন।
গতকাল (১৭ ফেব্রুয়ারি) বুধবার আইইডিএস এর প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়।