শিরোনাম

South east bank ad

পৌর এলাকার উন্নয়নের দৃষ্টান্ত রাখতে শুরু করেছেন মেয়র আলাল

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিক,দুর্গাপুর, (নেত্রকোনা):

নেত্রকোনার দুর্গাপুর দ্বিতীয় শ্রেনীর পৌরসভার ২০২০-২১ ও ২০২১-২২ অর্থ বছরের কার্যক্রমের মধ্যে প্রথমেই ৬টি,পরবর্তীতে ৯টি ও বর্তমানে ৩টি বৃহৎ প্রকল্পের মধ্যদিয়ে শুরু এবং চলমান রয়েছে দুর্গাপুর পৌর সভার উন্নয়ন কাজ। এর মধ্যে প্রায় প্রথম পর্যায়ে ১ কোটি, দ্বিতীয় পর্যায়ে সারে ৩ কোটি, তৃতীয় পর্যায়ে দেড় কেটিরও বেশী টাকা ব্যয়ে স্বল্প সময়ের মধ্যেই সমাপ্ত হবে এ সকল প্রকল্প।

পৌর সহকারী প্রকৌশলী উত্তম কুমার দাস প্রতিবেদক’কে বলেন। মেয়র মোঃ আলাউদ্দিন আলাল স্যারের আমলে প্রথম পর্যায়ে যে সকল কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সেগুলি হল ৩নং ওয়ার্ডে ১০০মিটার আরসিসি রাস্তা, ৯নং ওয়ার্ডে ৭০০ মিটার ডব্লিওবিএম রাস্তা, ৫নং ওয়ার্ডে ৫৬ মিটার আরসিসি রাস্তা,৭নং ওয়ার্ডে ৭০০মিটার ডব্লিওবিএম রাস্তা,৩নং ওয়ার্ডে(পান মহাল)এলাকায় গনটয়লেট নির্মান, ৩নং ওয়ার্ডে ৪০ মিটার আরসিসি ড্রেন নির্মান।

দ্বিতীয় পর্য়ায়ে যে সকল কাজ চলমান রয়েছে সেগুলি হল প্রেসক্লাব মোড় থেকে মানিক কর্মকারের দোকান পর্যন্ত ১১৫ মিটার আরসিসি ড্রেন নির্মান,সেখান থেকে কালিবাড়ী মোড় পর্যন্ত ১১৩ মিটার আরসিসি ড্রেন নির্মান,পুনিয়াবাড়ী ঘাট হইতে তেরীবাজার মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মান,মদজি হইতে কালিবাড়ী মোড় পর্যন্ত ১২৫-১৫০ মিটার আরসিসি রাস্তা নির্মান প্রেসক্লাব মোড় থেকে মানিক কর্মকারের দোকানের বিপরিত পার্শ পর্যন্ত ১১০ মিটার আরসিসি রাস্তা নির্মান,গোপালের পানদোকান হতে ফল মহাল পর্যন্ত ১৮০ মিটার আরসিসি ড্রেন নির্মান,কাউসারের দোকানের সম্মুখে কালবার্ড হতে উজ্জল দে এর বাড়ীর মোড় পর্যন্ত ১০০ মিটার আরসিসি ড্রেন নির্মান ও ৫নং ওয়ার্ডে ১টি এবং ৭নং ওয়ার্ড উৎরাইল বাজারে মসজিদের পাশে ১টি সাবমার্সেবল পাম্প স্থাপন কাজ।

তৃতীয় পর্যায়ে (১৭ ফেব্রুয়ারী ২০২২) যে সকল কাজের টেন্ডার ড্রপিং হবে সেগুলি হল কালিবাড়ী মোড় হতে ধান মহাল পর্যন্ত ১২৩ মিটার আরসিসি রাস্তা নির্মান, সেখান থেকে মহিলা ডিগ্রী কলেজ গেট পর্যন্ত ১২৩ মিটার আরসিসি রাস্তা নির্মান কাজ ও সেখান থেকে জেলা পরিষদ অডিটরিয়ামের উত্তর পাশ অর্থাৎ ব্রিজ পর্যন্ত ১২৩ মিটার আরসিসি রাস্তা নির্মান কাজ। এছাড়া প্রতিটি মোড়ে ও বাজার এলাকায় এলইডি সহ বিশেষ লাইটিং এবং বড়পুকুর পাড় জুড়ে জনবিশ্রামের ব্যবস্থা করেছেন তিনি। তার কার্যকালের এক বৎসর সময়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে বলে জানান পৌরবাসী।

উন্নয়ন কাজ নিয়ে মেয়র আলা উদ্দিন আলাল প্রতিবেদক’কে বলেন, কথায় নয় আমি কাজে বিশ^াসী, পৌর এলাকার মানুষের ভোটে আমি মেয়র নির্বাচিত হয়েছি, আমি উন্নয়ন করে দেখাতে চাই,সামনে আরো চমক রয়েছে পৌরবাসীর জন্য। আল্লাহ যদি সহায় থাকেন কামিয়াব হবই ইন-শাআলাহ। যে এলাকার রাস্তাঘাট যত উন্নত-ঐ এলাকা দেশের মানুষের কাছে তত পরিচিত হয়ে উঠে।

আমি দুর্গাপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করতে চাই। পৌর এলাকার উন্নয়ন কাজ চলছে, সামনে আরোও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হবে, পাশাপাশি পৌরবাসী ও স্থানীয় সংবাদকর্মীদের পরামর্শ এবং সহায়তা প্রয়োজন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: