শিরোনাম

South east bank ad

বামনায় যুবলীগ নেতার মামলায় ছাত্রলীগের দুই নেতা কারাগারে

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা):

বরগুনার বামনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদককে মারধরের মামলায় ওই উপজেলার ছাত্রলীগের সভাপতি মোর্শেদ শাহরিয়ার গোলদার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ (১৬ ফেব্রুয়ারি) বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাসেল মজুমদার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী'র সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। এসময় তৎকালীন বামনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান সোহাগ গুরুতর আহত হন।

এ ঘটনায় তারিকুজ্জামান সোহাগ বাদী হয়ে ১৩ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। এসময় ১৩ জন আসামির মধ্যে আদালত ১১ জনের জামিন মঞ্জুর করে। বাকি অভিযুক্ত প্রধান দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এ দুই আসামি হলেন, বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার গোলদার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনী।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: